বিসমিল্লাহির রাহমানির রহীম
প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের লীলাভূমি নোয়াখালী জেলার প্রাচুর্যময় সৌন্দর্যের অধিকারী হাতিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনাদিয়া এ. বারী দাখিল মাদ্রাসা।
এ মাদ্রাসাটি আমার পিতা মরহুম মুনসী আবদুল বারি এর নামে প্রতিষ্ঠা করেছি। অত্র এলাকার জন সাধারন শ্রমিক ও জেলে তারা ক্ষেতে খামারে কাজ করে এবং খালে ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এলাকার ছেলেমেয়েরা কখনও শিক্ষার আলো পায় না তাই তাদের চরিত্র বর্বর ও অসভ্য জাহেলী যুগের মত ছিল, এমনি মুহুর্তে আমি আমার মরহুম পিতার সম্পত্তির উপর উনার নামে মাদ্রাসাটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করি।
আরো জানতেপ্রতিষ্ঠানের ইতিহাস ও পরিচিতি
মাদ্রাসার নাম ঃ - সোনাদিয়া এ. বারী দাখিল মাদ্রাসা।
ঠিকানা ঃ- গ্রাম + পোঃ সোনাদিয়া, হাতিয়া, নোয়াখালী।
প্রতিষ্ঠার সন ঃ- ০১-০১-১৯৮৬ ইং
অবস্থান ঃ- সমূদ্র উপকুল।
অনুমতি ও স্বীকৃতি ঃ- দাখিল স্তর অনুমতিঃ- ০১/০১/১৯৯০ ইং
দাখিল স্তর স্বীকৃতি ঃ- ০১-০১-১৯৯০ ইং
কম্পিউটার কোর্সের অনুমতি ঃ- ০১-০১-২০০৪ ইং
স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ ঃ- ৩১-১২-২০১৯ ইং
MPO ভূক্তিঃ- দাখিল স্তর ঃ- ০১-০৩-১৯৮৭ ইং
গভর্নিং বডি ঃ- নিয়মিত।
বর্তমান সভাপতি ঃ- মোঃ গিয়াস উদ্দিন।
শিক্ষক সংখ্যা ঃ- ১৪ জন।
সহঃ গ্রন্থাগারিক ঃ-
কর্মচারীর সংখ্যা ঃ- ৩য় শ্রেণী- ৩১ জন।
ঃ- ৫ম শ্রেণী-০২ জন।
ছাত্র-ছাত্রীর সংখ্যা ঃ- ছাত্র- ২৪৩ জন।
ঃ- ছাত্রী- ৩৬৭ জন।
সর্বমোট= ৬১০ জন।
জমির পরিমান ঃ- খন্ডঃ , অখন্ডঃ ১.৫০ শতাংশ।
ভবন সংখ্যা ঃ-সেমিপাকাঃ ৩ টি
ঃ- কক্ষ সংখ্যাঃ ১১টি
শৌচাগারের সংখ্যা ঃ- পাকা টুইন ল্যাট্রিন- ০৫টি
খাবার পানির ব্যাবস্থা ঃ- গভীর নলকূপ- ০১ টি
আসবাব পত্র ঃ- ল্যাপটপঃ
ঃ-জোড়া বেঞ্চ সংখ্যাঃ ১১০ টি।
ঃ- চেয়ারের সংখ্যাঃ ৪০ টি।
ঃ- টেবিলের সংখ্যাঃ ১৪ টি।
ব্লাকবোর্ডের সংখ্যা ঃ- ১০ টি।
আলমারির সংখ্যা ঃ- ৪ টি।
বিসমিল্লাহির রাহমানির রহীম
সোনাদিয়া এ. বারী দাখিল মাদ্রাসা হাতিয়া, নোয়াখালী। বাংলাদেশের সর্ব দক্ষিন প্রান্তে তিনদিকে খরস্রোতা মেঘনা ও দক্ষিনে বঙ্গোপসাগরের কোল ঘেসে পলির বুক চিরে জেগে উঠা দ্বীপ। উপজেলা হাতিয়ার দক্ষিন অংশে সোনাদিয়া ইউনিয়নে আজ থেকে ৩০ বছর পুর্বে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার আলো বিকিরন করে আসছে বলেআনন্দিত। আমি আশা করি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এ মাদ্রাসাটি আগামীতে আরো যুগপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দেশ ও জাতীকে শিক্ষার আলো উপহার দেবে।
আরো জানতে
Sonadia A. Bari Dakhil Madrasha
Post : Sonadia, Upzila : Hatia, District : Nowakhali.
Mobile: +88-01732-616523
E-mail: sabarimadrasah@yahoo.com
website: www.sabdm.edu.bd